বিএনপির রাজনীতিতে নীতি, আদর্শ ও পেশাগত সততার অনন্য প্রতীক হিসেবে পরিচিত অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার গভীর রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
ডা. ফরহাদ হালিম ডোনার দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দর্শনের প্রচার, গবেষণা ও মানবসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের (ZRF) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শনিবার (২০ জুন ২৫) বিকেলে ইউনাইটেড হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও এগ্রিকালচারিস্ট’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAB)-এর সভাপতি কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি অসুস্থ এই নেতার শারীরিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা প্রয়োজনীয় সবধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
অসুস্থ অবস্থায় হাসপাতালের শয্যা থেকেই তিনি দেশের সর্বস্তরের মানুষ, সহকর্মী, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
দলীয় নেতাকর্মীদের মধ্যে এ খবরে গভীর উদ্বেগ ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপির কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করছেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার একাধারে একজন সজ্জন চিকিৎসক, খ্যাতিমান সমাজচিন্তক ও রাজনীতিবিদ। তার চিন্তা ও নেতৃত্বে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সেতুবন্ধ গড়ে উঠেছিল। তার অসুস্থতায় বিএনপির রাজনৈতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা অনুভূত হচ্ছে।
দেশবাসীসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের একটাই প্রার্থনা— অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার যেন দ্রুত সুস্থ হয়ে আগের মতো বলিষ্ঠ নেতৃত্ব ও মানবিক আলো নিয়ে ফিরে আসেন।#
একুশে সংবাদ/বা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

