নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছেন।
শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী বাদশার বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে গহরদী এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নির্বাচনী গণসংযোগ ও পথসভা কর্মসূচি চালাচ্ছিলেন। একপর্যায়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে প্রথমে তর্কে জড়ান এবং পরে হামলা চালান।
উপজেলা জামায়াতের সাবেক আমীর মোতাহার হোসেন অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারী ও ইউসুফ শিকারীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। এতে জামায়াতের ৫ জন কর্মী আহত হন। আহতদের মধ্যে একজনের নাম মাহবুব বলে জানা গেছে।
জামায়াতের প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, “বিনা উসকানিতে এ হামলা চালানো হয়েছে। এটি পরিকল্পিত হামলা। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করছি।”
অভিযুক্ত শাহজাহান শিকারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/না.প্র/এ.জে