ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দুধারিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে রাফতান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফতান ওই গ্রামের মো. আবু তালেব হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে একা একা গোসল করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রাফতান। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং একপর্যায়ে পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

