মানিকগঞ্জের হরিরামপুরে চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে আব্দুল্লাহ আল-আমিন নামের এক ফিজিওথেরাপিস্টকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা বাজারে অবস্থিত ‘মানবসেবা ফিজিওথেরাপি সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার।
ইউএনও জানান, আব্দুল্লাহ আল-আমিন প্রকৃত চিকিৎসক না হলেও নিজের নামের পূর্বে `ডা.` (ডাক্তার) উপাধি ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন এবং নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও ব্যবস্থাপত্র দিচ্ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে এক মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা একটি স্পর্শকাতর বিষয়। কেউ যেন ভূয়া পরিচয় দিয়ে মানুষকে প্রতারিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
একুশে সংবাদ / মা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

