নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বিএনপির সহযোগী সংগঠন জিয়ামঞ্চের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগবেড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তি মৃদুল হাসান রূপগঞ্জ উপজেলা তাঁতী দলের সদস্য সচিব। তিনি বাগবেড় সিটি মার্কেট এলাকার বাসিন্দা এবং হাসান আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মৃদুল হাসান ও উপজেলা জিয়ামঞ্চের সভাপতি জজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। অভিযোগ রয়েছে, মৃদুল হাসান জজ মিয়া ও তার অনুসারীদের কিছু কর্মকাণ্ডে বাধা দিয়ে আসছিলেন। এর জের ধরেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
আহত মৃদুল হাসান জানান, ঘটনার রাতে তিনি সহকর্মী দ্বীন ইসলামকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাগবেড় বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। প্রথমে দ্বীন ইসলামকে মারধর করা হলে তিনি পালিয়ে যান। এরপর মৃদুলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জজ মিয়া বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কে বা কারা হামলা চালিয়েছে, আমি জানি না। বরং আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই অভিযোগ করা হচ্ছে।”
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “পুরনো বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/না.প্র/এ.জে