AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নোয়াখালী
০৮:৪৭ পিএম, ৩১ জুলাই, ২০২৫

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে ঝটিকা মিছিল করে। পৌনে ৫টার দিকে চৌমুহনী রেললাইন সড়ক থেকে শুরু হওয়া মিছিল হাসান সড়কে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ, হাসান ও রতন। এরপর সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।

স্থানীয়দের মতে, বিকেলে প্রায় ২৫-৩০ জন কিশোর-তরুণ ফেস্টুন ও ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল করেছিল। মিছিলে অন্তর্বর্তী সরকারের বিরোধিতা ও শেখ হাসিনার প্রত্যাবর্তনের স্লোগান দেওয়া হয়। মিছিল শুরুর দিকে শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যের স্লোগান দিয়ে শেষ হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অন্যদিকে, ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌমুহনী শহর শাখা ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেন। তারা প্রশাসনের প্রতি সতর্ক থাকার আহবান জানান এবং ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন: চৌমুহনী শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান, শরীফপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোজাম্মেল হোসেন, যুব বিভাগের সভাপতি নুর উদ্দিন, সেক্রেটারি গোলাম রাব্বানী ইমন, কলেজ শিবির সভাপতি খালেদ সাইফুল্লাহ সেক্রেটারি মোসলেহ উদ্দিন, শহর সভাপতি মোনায়েম হোসেন তাইমিয়া ও অন্যান্য নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/নো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!