AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান: বিপুল মালামাল ধ্বংস


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৩:১৭ পিএম, ২৮ মে, ২০২৫

গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান: বিপুল মালামাল ধ্বংস

গাইবান্ধা পৌর শহরের কুটিপাড়া এলাকায় তিনটি নকল শিশু খাদ্য প্রস্তুতকারক কারখানায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য ও সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাতভর সেনাবাহিনী ও গাইবান্ধা থানা পুলিশের যৌথ এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে কুটিপাড়া এলাকার কিছু কারখানায় বিএসটিআই বা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই শিশু খাদ্য প্রস্তুত করা হচ্ছিল এবং সেসব পণ্যের মোড়কে ঢাকাসহ বিভিন্ন ঠিকানা ব্যবহার করা হচ্ছিল।

বুধবার সকালে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কারখানাগুলোতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য, মোড়ক, কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করে এবং তাৎক্ষণিকভাবে ধ্বংস করে।

ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (সাধারণ শাখা) সাব্বির আহমেদ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় দুই কারখানার মালিককে এক বছর করে কারাদণ্ড ও চার লক্ষ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—গাইবান্ধা সদর উপজেলার কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রঞ্জু মিয়া (৩২) এবং হারুন অর রশিদের ছেলে মো. শাকিল মিয়া (৩০)।
অন্য একটি কারখানার মালিক অঞ্জনা আক্তার গর্ভবতী হওয়ায় মানবিক বিবেচনায় তাকে এক বছরের কারাদণ্ড না দিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক পরশ চন্দ্র বর্মন, সেনাবাহিনীর ক্যাপ্টেন আছিব, থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এই অভিযানে শহরে ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

 

একুশে সংবাদ / গা.প্র/এ.জে

Link copied!