পিরোজপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে এ অনুষ্ঠানে ছিল জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক। কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী।
বক্তারা বলেন, জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী সংকটকালে যারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিলেন, সেই সাহসী যোদ্ধাদের সম্মান জানিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা সম্ভব।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/পি.প্র/এ.জে