নওগাঁর মান্দা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আখতার জাহান সাথীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই ) বিকেলে উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোছাঃ আখতার জাহান সাথী বলেন, “উপজেলার সামগ্রিক উন্নয়নের জন্য অবকাঠামোগত অগ্রগতির পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। প্রতিটি শিক্ষার্থীর প্রতি শিক্ষক ও অভিভাবকদের যত্নশীল হতে হবে, যাতে তারা ভালো ফলাফল অর্জন করে ভবিষ্যতে সফল হতে পারে।”
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠান পরিচালনায় দায়সারা মনোভাব পরিহার করতে হবে। ফলাফলই একটি প্রতিষ্ঠানের মান নির্ধারণ করে। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি ও ডাকাতি প্রতিরোধে গ্রাম পুলিশসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল ও মাদরাসার প্রধান শিক্ষক, নিকাহ রেজিস্ট্রার, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। তারা সভায় নিজেরা মতামত তুলে ধরেন এবং ইউএনও’র সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
সভা শেষে নবাগত ইউএনও মোছাঃ আখতার জাহান সাথীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে