AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রী মৃত্যুকে ঘিরে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৬:৩৭ পিএম, ২৭ মে, ২০২৫

পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রী মৃত্যুকে ঘিরে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

পঞ্চগড়ের কায়েতপাড়া এলাকার তাওহীদ মডেল মাদ্রাসার এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দার আত তাওহীদ এডুকেশন ফাউন্ডেশনের সদস্য আবুল বাশার।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে জেলা শহরের ডোকরোপাড়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এতে মৃত ছাত্রী সুমনা আক্তারের (১৩) মা মহসিনা বেগমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আবুল বাশার বলেন,“আমি দার আত তাওহীদ এডুকেশন ফাউন্ডেশনের একজন সদস্য হলেও তাওহীদ মডেল মাদ্রাসার পরিচালনা পর্ষদে আমি নেই। গত ১৮ মে শারীরিক অসুস্থতার কারণে সুমনা আক্তারের মৃত্যু হয়। পরিবারের অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে দাফন সম্পন্ন হয়। পরবর্তীতে সুমনার এক দূর সম্পর্কের আত্মীয় শান্ত আমাকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেন এবং হুমকি দেন যে, না দিলে আমাকে জড়িয়ে মিডিয়ায় খবর ছড়ানো হবে।”

তিনি আরও বলেন, “এ ঘটনার জেরে কিছু গণমাধ্যমে আমাকে জড়িয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এতে আমার ব্যক্তিগত ও সামাজিক মানহানি হয়েছে।”

সুমনার মা মহসিনা বেগম বলেন,“আমাকে কয়েকজন ব্যক্তি জোর করে কিছু কথা বলতে বাধ্য করেছেন। তারা বলেন, যদি আমি মেয়ের মৃত্যুকে হত্যা বলে মামলা করি, তাহলে তার সব খরচ তারা বহন করবেন। আমি ভয়ে কিছু কথা বলেছি, কিন্তু আমি এখন চাই না আমার মেয়েকে নিয়ে আর কোনো অপপ্রচার চলুক। আমার মেয়ে হাফেজা ছিল, আমি তার জন্য দোয়া চাই—আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।”

আবুল বাশার সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে দাবি জানান, যেন একটি মহল মিথ্যা অপপ্রচারের মাধ্যমে তার সম্মানহানি না করতে পারে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

Link copied!