AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজীবপুরে লটারির মাধ্যমে ও এমএস এবং খাদ্যবান্ধর কর্মসূচির ডিলার নিয়োগ



রাজীবপুরে লটারির মাধ্যমে ও এমএস এবং খাদ্যবান্ধর কর্মসূচির ডিলার নিয়োগ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় নিরপেক্ষ, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়।

উপজেলার ৩টি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে আবেদন জমা হয় ১০৩টি এবং ওএমএস ডিলার নিয়োগের আবেদন জমা হয় ১৯টি। আবেদনে পত্রে ত্রুটি থাকার কারণে খাদ্যবান্ধব কর্মসূচির ২৪টি এবং ওএমএস-র ৮টি আবেদন বাতিল করা হয়।

লটারিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রাজীবপুর ইউনিয়নে ৫ জন, কোদালকাটি ইউনিয়নে ৩ জন এবং মোহনগঞ্জ ৩ জনকে নির্বাচিত করা হয়। ওএমএস কর্মসূচির আওতায় রাজীবপুর সদর ইউনিয়নে ৩ জনকে নির্বাচন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ লটারিতে উপজেলার ৩টি ইউনিয়নের আবেদনকারীরা অংশগ্রহণ করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, উপজেলা কৃষি অফিসার রতন মিয়া, রাজীবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমত আলী রাজীবপুর এএসডি ও সাংবাদিকদের উপস্থিতিতে লটারির মাধ্যমে  ডিলার নির্বাচন করা হয়েছে।

রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে এলাহী বলেন, এই লটারি পদ্ধতির মাধ্যমে নিয়োগের ফলে স্বজনপ্রীতির সুযোগ নেই, এতে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। নির্বাচিত ডিলাররা খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় নিম্নআয়ের জনগণে মাঝে ভর্তুকি মূল্যে চাল বিতরণ এবং ওএমএস কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

ডিলারদের উদ্দেশে তিনি আরও বলেন, নির্ধারিত নিয়মনীতি অনুসরণ না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Link copied!