কুমিল্লার তিতাস উপজেলায় অপহরণের তিনদিন পর নিখোঁজ শিশু সাজিদকে উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আবু মুসা মুন্সী (৪৫) ও সিএনজি চালক মো. আবু মুছা (৪০)–কে গ্রেপ্তার করা হয়েছে। সাজিদ তিতাস উপজেলার খলিলাবাদ গ্রামের বাসিন্দা জাহিদ হাসানের ছেলে।
রবিবার (২৫ মে) দিবাগত রাত ৫টার দিকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রাম থেকে সাজিদকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার (২৬ মে) সকালে সাজিদের পিতা জাহিদ হাসান বাদী হয়ে তিতাস থানায় ৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আবু মুসা মুন্সী দাউদকান্দি উপজেলার সিঙ্গুলা গ্রামের দুলাল মুন্সীর ছেলে এবং একই গ্রামের সিএনজি চালক আবু মুছা সফিকুল ইসলামের ছেলে।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্লাহ জানান, গত শনিবার (২৪ মে) সাজিদকে নিজ গ্রাম খলিলাবাদ থেকে ৪-৫ জন ব্যক্তি জোরপূর্বক সিএনজিতে করে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা সাজিদের পিতার মোবাইলে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সাজিদকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
ঘটনার দিনই সাজিদের বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রবিবার ভোরে আবু মুসা মুন্সীর বাড়ি থেকে সাজিদকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ওসি শহীদ উল্লাহ আরও জানান, সাজিদের বাবার লিখিত অভিযোগের পরপরই পুলিশ দ্রুত তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। বর্তমানে সাজিদ সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরেছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে