AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীর ৪৮২টি প্রাথমিক বিদ্যালয়ে তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি



রাজবাড়ীর ৪৮২টি প্রাথমিক বিদ্যালয়ে তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

রাজবাড়ী জেলায় সরকারি ৪৮২টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। সোমবার (২৬ মে) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে তারা পাঠদান থেকে বিরত রয়েছেন।

বিদ্যালয়ে শিক্ষকরা উপস্থিত থাকলেও ক্লাসরুমগুলো খালি থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও চিত্রাঙ্কনে ব্যস্ত থাকছেন, কেউ কেউ শ্রেণিকক্ষে শিক্ষক না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে।

শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনা আক্তার বলেন, “আমাদের বেতন বৈষম্যের শিকার দীর্ঘদিন ধরে। প্রধান শিক্ষক ও অন্যান্য সরকারি চাকরিজীবীদের তুলনায় বেতন কম। এই বৈষম্য দূর করার দাবিতে আমরা পাঠদান থেকে বিরত রয়েছি, তবে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের দেখভাল করছি।”

টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা মুন্নিও একই দাবি জানিয়েছেন। তিনি বলেন, “স্কুলে নিয়মমাফিক এসে অফিসের অন্যান্য কাজ করছি, তবে পাঠদান করছি না। শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার কাজ করছি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান, “৮ জন সহকারী শিক্ষক কর্মবিরতিতে থাকায় পাঠদান বন্ধ রয়েছে, ফলে প্রধান শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।”

শিক্ষকরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে, যদিও এতে কিছুটা শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Link copied!