‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে (২৫ মে) রবিবার সকালে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িতপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া।
এ সময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ মতিন, মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ও গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, কানুনগো হামিদুর রহমান, সার্ভেয়ার এমদাদুল হক প্রাং, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আল হেলাল, মাহফুজুল আলম, সুমনা আক্তার, মাসুদা খানম, আরমান হোসেন, ফিরোজ কামাল, রহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর এ মেলার উদ্বোধন করা হয়। এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মেলায় একটি সেবা বুথ রয়েছে। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িতপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া বলেন, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
একুশে সংবাদ/ন.প্র /এ.জে