ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার ভূমি সেবা সপ্তাহ-২০২৫ শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর ভূমি অফিসের সামনে গোল ঘরে সেবা সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মো. রোজিউল্লাহ খান।
বক্তারা, ভূমি সেবা সম্পর্কিত অনলাইন জটিলতা বিষয়ে এবং ভুল তথ্য সংশোধনের উপর জোর দেন। সেই সাথে উপজেলা চরাঞ্চলের সব জমির খাজনা চালু করার জন্য সংস্লিষ্টদের প্রতি দাবি জানান। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি জমির খাজনা পরিশোধ করার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান।
একুশে সংবাদ/ ফ.প্র /এ.জে