খাগড়াছড়ির দীঘিনালায় শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা বিপুলপরিমাণে ওরিস সিগারেটসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেরুং ইউপির ছোট মেরুং এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সিগারেটসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) গ্রেপ্তররা উভয়ই মেরুং ইউপির সোবাহানপুর এলাকার বাসিন্দা। এ সময় তাদের পাচার কাজে ব্যবহৃত ২টি রেজিস্ট্রেশনবিহীন মাহিন্দ্র গাড়িতে থাকা ১৪,০০০ প্যাকেট বিদেশি সিগারেট (ORIS) উদ্ধার পূর্বক দুটি গাড়ি জব্দ করা হয়।
উদ্ধারকৃত এসব (ORIS) সিগারেটের বর্তমান বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা বলে জানা যায়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, আটক দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-বি রুজু করা হয়েছে। পাচার কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ২টি মাহিন্দ্র গাড়ি জব্দসহ সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান রোধে ও সকল অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ খ.প্র /এ.জে