সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের সার্বিক উন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানে `রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরাম` এর উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় রতনকান্দি নতুনবাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রামের উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইকবাল হোসেন ইসাহাক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ও ৭নং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রবিউল রানা। তিনি তার বক্তব্যে বলেন, “রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের দাবির প্রেক্ষিতে ঈদগাহ মাঠে যাওয়ার সড়কের কাজ বাস্তবায়ন করা হবে।” তিনি যুব সমাজকে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান এবং মাদক নির্মূলে সকলে সজাগ থাকার পরামর্শ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন:
সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল হোসেন ভাষা
মো. আব্দুল বারেক মাস্টার
মো. লোকমান হোসেন
উপদেষ্টা মো. শাহজাহান সরকার
এছাড়া সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/ সি.প্র /এ.জে