ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে বৃহস্পতিবার (২২ মে) সকালে সামাজিক সংগঠন শুভ শক্তি ইউনিটির উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা, ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠান মুখীকরণ এবং পুষ্টির চাহিদা মেটাতে উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের ৩৫টি স্কুল, কলেজ, মাদরাসা ও এতিমখানায় জাম, জলপাই ও আমলকি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ।
এ সময় উপস্থিত ছিলেন, ডিকে কলেজের অধ্যক্ষ সোলেমান আলী, কাদিহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনীকান্ত রায়, কাদিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, কাদিহাট কেডি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের, ধর্মগড় ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ব্যবসায়ী ইমদাদুল হক মিলনসহ শুভ শক্তি ইউনিটির সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ বলেন, আমরা বিগত দিনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও কবরস্থানে ৪ হাজারের বেশি বৃক্ষরোপণ করেছি। তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ চলছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কার্যক্রম চলমান থাকবে।
একুশে সংবাদ/ঠা.প্র /এ.জে