ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামী শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আরিফুল্লাহ, বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল সাধারণ সম্পাদক যুবদল সভাপতি নজরুল হুদা মিঠু, নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক ইসমাইল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসা সরকার, সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, সদস্য লায়লা পারভীন, সামীমা সুলতানা, মেরাজুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন ও বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। পরে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/ঠা.প্র /এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

