AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পঞ্চগড়
০৮:৩৭ এএম, ১১ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে

উত্তরবঙ্গের সীমান্ত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। ভোর ও রাতে বইছে ঠান্ডা হাওয়া, বাতাসে অনুভূত হচ্ছে শীতের হালকা ছোঁয়া। তবে দিনের বেলায় সূর্যের তেজে তাপমাত্রা ৩০–৩১ ডিগ্রি সেলসিয়াস থাকায় জেলাজুড়ে বিরাজ করছে শীত–গরমের মিশ্র আবহাওয়া।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগের দিন একই স্থানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস—অর্থাৎ একদিনেই প্রায় দুই ডিগ্রি কমে গেছে পারদ।

স্থানীয়রা জানাচ্ছেন, ভোর ও রাতে শীতের প্রভাব স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে। অনেকেই এখন থেকেই পাতলা গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।

ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে গ্রামীণ পথ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা চাদরে মোড়া থাকছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

হাড়িভাসা এলাকার অটোচালক রহিম উদ্দীন বলেন, “সকালে এমন কুয়াশা পড়ে যে, হেডলাইট জ্বালিয়েও সামনের রাস্তা স্পষ্ট দেখা যায় না।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!