সাভারে অনুমোদনহীন রেলিক সিটি নামে একটি হাউজিং কোম্পানিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান পরিচালনা করেছে। এসময় হাউজিংয়ের সকল প্রকার কার্যক্রম বন্ধ ঘোষণা ও মালিককে ১০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় ওই হাউজিং কোম্পারিতে রাজধানী উন্নয়ন কৃর্তপক্ষের (রাজউক) উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মোঃ লিটন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় হাউজিং কোম্পানির নিবন্ধন না থাকায় রেলিক সিটি’র সকল সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়। এছাড়াও হাউজিং কোম্পানির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে রাজউক।
অভিযান শেষে রাজধানী উন্নয়ন কৃর্তপক্ষের (রাজউক) উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মোঃ লিটন সরকার বলেন, রেলিক সিটি নামে একটি হাউসিং কোম্পানি রাজউকের কোনো নিবন্ধন নেয়নি। তারা ২৭’শ একর জমির লে-আউট নকশা প্রনয়ণ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন দামে বিক্রি করছে। আমরা এখানে এসে হাউজিংয়ের এডমিনকে পেয়েছি। তারা স্বীকার করেছে যে, তারা দশ বিঘা জমি কিনেছে বা বায়না করেছে। কিন্তু তারা রেলিক সিটি’র নামেই কাগজ পত্র করেছে। কিন্তু তাদের প্রতিষ্ঠানের কোনো নিবন্ধনই হয়নি এবং তারা এটা করতে পারে না বলে জানান তিনি।
তিনি আরো বলেন, হাউজিং কোম্পানির নিবন্ধন না থাকায় সাইনবোর্ড ভেঙে ফেলা হয়েছে। একই সাথে তাদের অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও হাউজিং কোম্পানির মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় অভিযানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা ও সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/সা.প্র /এ.জে