AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে ওয়ান শুটারগান, গুলি ও গিয়ার চাকুসহ যুবক গ্রেপ্তার


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৫:৪৩ পিএম, ২০ মে, ২০২৫

নরসিংদীতে ওয়ান শুটারগান, গুলি ও গিয়ার চাকুসহ যুবক গ্রেপ্তার

নরসিংদী সদর থানাধীন বিলাসদী এলাকায় আজ দুপুর ১২টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার চাকুসহ এক যুবককে গ্রেপ্তার  করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম সগীর আহমেদ (২২)। তিনি নরসিংদীর রায়পুরা থানার বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ টিম বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন হিসেবে সগীর আহমেদকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

সদর থানার ওসি এমদাদ বলেন, গ্রেপ্তার সগীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।

এ বিষয়ে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, ‘অপরাধ দমনে আমরা সর্বদা তৎপর। কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে পার পাবে না। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নরসিংদীর বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা আরও জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযানটি পরিচালিত হয়।’

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Link copied!