AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্য আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৯:১৫ পিএম, ১৯ মে, ২০২৫

বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে।

সোমবার (১৯ মে) দিনব্যাপী ৪৯ বিজিবির বেনাপোল বিওপি, আইসিপি, আমড়াখালী ও হিজলী ক্যাম্পের টহল দল সীমান্ত এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করে।

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সীমান্ত পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে বিদেশি মদ, ফেন্সিডিল, শাড়ি, থ্রি-পিস, কম্বল, টর্চ লাইট, পান মসলা, তামাক, জর্দা, সিগারেট, চকলেট, সিএনজি, বিভিন্ন ওষুধ ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এই সীমান্ত অঞ্চলে চোরাচালান বেড়ে চলেছে। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির সজাগ তৎপরতায় এর হার অনেকটা কমেছে। তারা মনে করেন, বিজিবির ধারাবাহিক অভিযান চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে।

 

একুশে সংবাদ/ য.প্র/এ.জে
 

Link copied!