AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাকচালক আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৮:০০ পিএম, ১৮ মে, ২০২৫

বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাকচালক আটক

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অব্যাহত অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাকচালক শ্রী জয়ন্ত দত্ত (৩৪) নামে এক চোরাকারবরি  আটক হয়েছে। রবিবার দুপরে বিজিবির প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে স্থলবন্দরের সামনে গাজীপুর জামে মসজিদের পাশে পাকা রাস্তার উপর এপারের চোরাকারবারীদের রেখে দেওয়া মোটরসাইকেলে উঠার সময় তাকে আটক করে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের টহল দল।

আটক জয়ন্ত দত্ত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তীপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, আটক আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয়েছে। সে ভারতীয় পণ্যবাহী ট্রাকের ড্রাইভার। যার ট্রাক নং-ডব্লিউ বি-২৩সি-২১৪২। ভারতীয় রপ্তানিকারক জে এস এন্টার প্রাইজের মালামাল নিয়ে সে বৈধভাবে ভারত থেকে কার পাশের মাধ্যমে বাংলাদেশে আগমন করেছে। সে উক্ত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বেনাপোল বন্দরের সামনে গাজীপুর জামে মসজিদের পাশে পাকা রাস্তার উপর এপাশের চোরাকারবারি চক্রের রেখে দেওয়া মোটরসাইকেলে উঠার সময় আটক হয়।
পরে তার শরীর তল্লাশী ও নিজ হাতে বাহির করে দেওয়া ৫০০ গ্রাম হেরোইনসহ মোটরসাইকেল আটক করা হয়েছে। পরে আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উক্ত হেরোইন এবং মোটরসাইকেলের সিজার মূল্য ১২ লক্ষ টাকা।

স্থানীয়রা জানান, এপাশের মাদক কারবারি কে? তা এখনও জানা যায়নি। আটককৃত মোটরসাইকেলের নাম্বার প্লেট অনুযায়ী অনুসন্ধানসহ জয়ন্ত দত্তের সাথে পূর্বে থেকে ফোনালাপ নাম্বার অনুসন্ধান ও বর্ণনায় এপারের চোরাকারবারির নাম উঠে আসা আয়নার মতো পরিষ্কার। তবে, তা আদৌ আইনের আওতায় আসবে কিনা তা রয়ে গেছে খবরের অন্তরালে। এপারের মাদক কারবারিদের আইনের আদালতে বিচার হোক, এমনটি কাম্য সীমান্তবাসীর।

 

একুশে সংবাদ/য.প্র/এ.জে

Link copied!