ঝালকাঠির রাজাপুরে ৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিফাত খান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ।
শনিবার (১৭ মে) রাতে উপজেলার বাগড়ি বাজার মহিলা কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিফাত খান ঝালকাঠি সদরের কিফাইতনগর গ্রামের মুন্নাফ খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশের একটি টিম বাগড়ি বাজার মহিলা কলেজ এলাকার "জামাই শ্বশুর টি স্টল" নামক চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে রিফাত খানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

