রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (বয়স আনুমানিক ৪৫ বছর) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে নদীর জেগে ওঠা চরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা দৌলতদিয়া নৌ পুলিশকে খবর দেন। পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, "লাশটি এক অজ্ঞাত যুবকের, বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"
তিনি আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে