খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার গোলনা এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন,
“চুকনগর থেকে মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে খুলনার দিকে আসছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, খুলনায় গত এক সপ্তাহেই এটি তৃতীয় সড়ক দুর্ঘটনা। স্থানীয়রা সড়কের ঝুঁকিপূর্ণ মোড় ও ভারী যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/ স.ট/এ.জে