AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ে চায়ের মান বৃদ্ধির লক্ষ্যে চা চাষিদের সাথে আলোচনা



ঠাকুরগাঁওয়ে চায়ের মান বৃদ্ধির লক্ষ্যে চা চাষিদের সাথে আলোচনা

‘টেকসই খাদ্যের উন্নত বাজার সুযোগের জন্য স্মার্ট কৃষিকাজ প্রকল্পের’ আওতায় ঠাকুরগাঁওয়ে চা চাষিদের নিয়ে গুণগত মানে চা উৎপাদন, যান্ত্রিকীকরণ ও উত্তরণের উপায় সংক্রান্ত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পিতবার দুপুরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলায় গ্রীন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড চত্বরে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্র্রশাসক ইশরাত ফারজানা।

গ্রীন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান, উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আমির হোসেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে চা উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নারী নেতৃত্বাধীন চা কো-অপারেটিভের ক্ষমতায়ন নিশ্চিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য।

এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন চা চাষিদের প্রশ্নের জবাব দেন চা বোর্ডের কর্মকর্তারা।

 

 

একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

Shwapno
Link copied!