ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার বেলা ১১:৩০ মিনিটের দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সাধারণ লোকের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এছাড়া শহরের বেশ কিছু স্পটে উক্ত কর্মসূচি পরিচালনা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সৈকত হোসেন , সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ শিবলী সাদিক, মইমুল হাসান টিপু,
জাহিদুল ইসলাম, নিজামুল মল্লিক, মহম্মদ রনি, মোহাম্মদ মুসা শেখসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পাঁচ শতাধিক লোকের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে