দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সচেতন নাগরিক কমিটির উদ্যোগে পৌর শহরের ঢাকা মোড়ে এই কর্মসূচি পালিত হয়।
পরে আন্দোলনকারীরা প্রতিবাদ মিছিল নিয়ে নেসকোর প্রধান গেটে অবস্থান নেন। এ সময় নেসকোর আবাসিক প্রকৌশলীর অফিসে উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন, নেসকোর কর্মকর্তারা ও আন্দোলনকারী নেতৃবৃন্দের মধ্যে এক ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জোর করে গ্রাহকদের ওপর প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আবু তাহের, মোঃ আশরাফুল, গোলাপ ও আমানুল্লাহ প্রমুখ। বক্তারা জানান, দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
একুশে সংবাদ/দি.প্র/এ.জে