AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুষ্টিয়ায় বিএটিবি কারখানা চালুর দাবিতে তামাক চাষিদের মানববন্ধন



কুষ্টিয়ায় বিএটিবি কারখানা চালুর দাবিতে তামাক চাষিদের মানববন্ধন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর কুষ্টিয়া কারখানা (গ্রিন লিফ থ্রেশিং প্ল্যান্ট–জিএলটিপি) বন্ধ থাকার কারণে তামাক চাষিদের উৎপাদিত তামাক বিক্রয় অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় বুধবার (১৪ মে) বিকেলে কুষ্টিয়ার মিরপুর জিয়া সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার সাধারণ তামাক চাষিরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন তামাক চাষি পলাশ আহমেদ, জিন্নাহ আলী, রবিউল ইসলাম প্রমুখ।

তামাক চাষি জিন্নাহ আলী বলেন, “আমরা তামাক বিক্রি করতে গেলে কোম্পানি জানায়, গোডাউনে জায়গা নেই। শ্রমিকদের আন্দোলনের কারণে কারখানায় প্রসেসিং বন্ধ থাকায় তারা তামাক কিনছে না। ডিসি-এসপির সঙ্গে বৈঠক করেও সমাধান হয়নি।”

অন্য বক্তারা জানান, চাষিরা প্রতি মৌসুমে বিএটিবি’র কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ তামাক বিক্রির প্রতিশ্রুতি পেয়ে থাকেন। কিন্তু বর্তমানে কারখানা বন্ধ থাকায় তারা তাদের উৎপাদিত তামাক বিক্রি করতে পারছেন না। ঘরে রাখা তামাক দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, ফলে চাষিরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

চাষিরা প্রশাসনের হস্তক্ষেপ ও কারখানা দ্রুত চালুর দাবি জানান। তারা বলেন, বিএটিবি কারখানার চলমান শ্রমিক অসন্তোষের দ্রুত নিষ্পত্তি না হলে কৃষি খাতের বিপুল ক্ষতি হবে।

উল্লেখ্য, মৌসুমি শ্রমিকদের দাবিতে শুরু হওয়া আন্দোলনের জেরে কুষ্টিয়ায় বিএটিবি’র জিএলটিপি কারখানাটি টানা ২১ দিন ধরে বন্ধ রয়েছে। কোম্পানির দাবি, শ্রমিকদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হলেও কিছু স্বার্থান্বেষী মহল আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং অন্য শ্রমিকদেরও জোরপূর্বক আন্দোলনে অংশ নিতে বাধ্য করছেন।

মানববন্ধনে কয়েক শতাধিক তামাক চাষি অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Shwapno
Link copied!