বিগত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চাঁদপুরের শহীদ পরিবার সদস্যদের জন্য ২ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপস্থিত ৩০ জন শহীদ পরিবারের সদস্যদের কাছে মোট ৫৯ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশাসহ আন্দোলনকারী শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অনেক মা তার সন্তান হারিয়েছেন। স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন। বোন তার ভাই হারিয়েছেন।
এমন পরিস্থিতিতে এসব পরিবারকে বিভিন্নভাবে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। কিন্তু এ অনুদানের মাধ্যমে হয়ত সবারই মন জয় করা সম্ভব নয়। তারপরও সরকার পাশে থাকার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, আমাদের কাছে এমন অনেক অভিযোগ আছে, এ অনুদানের টাকা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে। দয়া করে আপনারা এমনটা করবেন না৷ মনে রাখতে হবে, পরিবারের মধ্যে যিনি অনুদান প্রাপ্য, শুধু তিনিই পাবেন।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

