মোংলা বন্দরে কাস্টমস হাউসের চৌকস তৎপরতায় জব্দ হয়েছে পাঁচ কোটি টাকার অবৈধ সিগারেট। মঙ্গলবার (১৩ মে ) বিকেলে মোংলা বন্দর জেটিতে পিআইএল বাংলাদেশ লিমিটেডের একটি ২০ ফুট দীর্ঘ কন্টেইনার থেকে এই বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, উক্ত কন্টেইনারে রিবন বা ফিতা আমদানির ঘোষণা দেওয়া হলেও, খালাসের প্রক্রিয়ায় সন্দেহ হলে কন্টেইনারটি পরীক্ষার পর দেখা যায়, এর ভেতরে রয়েছে ওরিস সিলভার ব্র্যান্ডের ৭৮ লাখ শলাকার সিগারেট, যা ছিল ৩৯০টি প্যাকেজে। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা।
এই চোরাচালানি চেষ্টার পেছনে রয়েছে ‘মুন্নি এন্টারপ্রাইজ’ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি আমদানির ঘোষণা জালিয়াতির মাধ্যমে এই অবৈধ সিগারেট আনার চেষ্টা করেছিল বলে কাস্টমস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান জানান, আমদানি পণ্যের সাথে ঘোষিত পণ্যের অসামঞ্জস্যতা পাওয়ায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা চোরাচালান প্রতিরোধে সব সময় কঠোর অবস্থানে রয়েছি।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগিরই মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে কাস্টমস হাউস সূত্র জানিয়েছে।
এ ধরনের অভিযান কেবল অবৈধ বাণিজ্য রোধই নয়, দেশের রাজস্ব সুরক্ষায় কাস্টমস হাউসের নিষ্ঠা ও পেশাদারিত্বেরও স্পষ্ট প্রমাণ।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

