কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আসামিদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের মৃত করিম আলীর ছেলে শাহ আলম সরকার (৪৫) ও জসিম উদ্দিনের ছেলে রুবেল (৩০)। শাহ আলম কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রুবেল কড়িকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সদস্য।
তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিতাস থানার মামলার এজাহারভুক্ত আসামি। আজ তাদের কুমিল্লায় আদালতে পাঠানো হয়।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে