AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় প্রকাশ্যে শতাধিক সুপারি গাছ কাটার অভিযোগ


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
০৪:৫৩ পিএম, ১৩ মে, ২০২৫

কোটালীপাড়ায় প্রকাশ্যে শতাধিক সুপারি গাছ কাটার অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের তেঁতুলবাড়ী গ্রামে প্রকাশ্যে শতাধিক সুপারি গাছ কাটার অভিযোগ উঠেছে এক বিধবা নারীর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলবাড়ী গ্রামের অর্জুন বৈদ্য তার নিজ বাড়ির প্রবেশ পথের সৌন্দর্য বৃদ্ধির জন্য রাস্তার দু’পাশে তিন বছর আগে শতাধিক সুপারি গাছের চারা রোপণ করেন। গতকাল (সোমবার) সন্ধ্যায় একই গ্রামের রেনুকা বাড়ৈ নামের এক নারী এসব গাছ কেটে ফেলেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী রমা বাড়ৈ বলেন, “রেনুকা বাড়ৈ অর্জুন বৈদ্যের লাগানো শতাধিক সুপারি গাছ কেটে ফেলেছে। এটা খুবই খারাপ কাজ করেছে। মানুষের সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সাথে শত্রুতা কিসের?”

অর্জুন বৈদ্য জানান, “আমি রাস্তা তৈরি করে তার সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছ রোপণ করেছিলাম। তিন বছর ধরে এসব গাছ লালন করছি। রেনুকা বাড়ৈ আমার চাচি হন। যদি আমার ওপর কোনো অভিযোগ থাকে, তাহলে মুখোমুখি আলোচনা করতে পারতেন। কিন্তু না জানিয়ে এমন কাজ করা অত্যন্ত নিন্দনীয়। আমি এই কাজের উপযুক্ত শাস্তি চাই।”

অভিযুক্ত রেনুকা বাড়ৈ বলেন, “অর্জুন বৈদ্য যে রাস্তাটি তৈরি করেছে, সেখানে আমার জমির অংশ রয়েছে। তাই আমি গাছ কেটেছি।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 


একুশে সংবাদ/গো.প্র/এ.জে

Shwapno
Link copied!