AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিবি পুলিশের অভিযানে ২৫৯০পিস ইয়াবাসহ আটক ১ জন



ডিবি পুলিশের অভিযানে ২৫৯০পিস ইয়াবাসহ আটক ১ জন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হেদায়েত পাড়া থেকে ডিবি পুলিশের অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (১১ মে)  বিকেল আনুমানিক (৪:৫০) উপজেলার  হেদায়েত পাড়ার মো. সামসুল হক মিয়ার ভাড়াটিয়া মো. আরিফকে (৪৪) ইয়াবাসহ আটক করে।

মো. আরিফ বিল্লাহ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা মগাদিয়া এলাকার মৃত সৈয়দ আহম্মদ বিল্লার ছেলে।

জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) মো. সোহেল মিয়া ও এসআই (নি.) অংকুর কুমার ভট্টাচার্য সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সোনারগাঁও থানা এলাকায় অবৈধ (৪:৩০) মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে ১১/০৫/২০২৫ খ্রি. বিকেল আনুমানিক (৪.৩০) ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কাচঁপুর এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, বন্দর থানাধীন হেদায়েতপাড়া সাকিনস্থ জনৈক শামসুল হকের ভাড়াটিয়া আরিফ বিল্লাহর (৪৪) বসতঘরের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাৎক্ষণিকভাবে উল্লিখিত অফিসার ও ফোর্স  বিকেল আনুমানিক (৫.১০) ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছলে মাদক কারবারি আরিফ বিল্লাহ ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করে। মাদক কারবারি আরিফ বিল্লাহ তার বসতঘরের সানসেট হতে নিজ হাতে বাহির করে ২৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট অবৈধ বাজারমূল্য ৯০৬৫০০ টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে উক্ত ঘটনাস্থল, বন্দর থানা এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে । তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Link copied!