বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে রাত্রিকালীন পুলিশি টহলের সময় রবিউল আওয়াল (৩৮) নামের এক যুবককে বার্মিজ ফোল্ডিং চাকুসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রবিউল নওগাঁ জেলার পার নওগাঁ সরদারপাড়ার নুর ইসলামের ছেলে। গতকাল রবিবার (১১ মে) দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান জানান, গত শনিবার গভীর রাতে সান্তাহার স্বাধীনতা মঞ্চ এলাকায় কয়েকজন যুবক অস্ত্রসহ সংঘবদ্ধ হয়।
ত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করলে অন্যরা পালিয়ে গেলে বার্মিজ ফোল্ডিং চাকুসহ রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :