গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রচণ্ড তাপদাহের মধ্যে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) দুপুরে পৌর এলাকার বর্ধনকুঠি রাজবাড়ির পাশে সরোবর পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম শাওন (১৪)। সে গোবিন্দগঞ্জের সোনারপাড়া মহল্লার সৌদি প্রবাসী সাদেকুল ইসলামের ছেলে ও বর্ধনকুঠি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, স্কুল ছুটি থাকায় শাওন রবিবার সকাল ১০টার দিকে খেলতে বের হয়। দুপুরের দিকে প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে সে বন্ধুবান্ধবসহ সরোবর পুকুরে গোসল করতে নামে। সাঁতারের সময় সে হঠাৎ অসুস্থ হয়ে পানিতে তলিয়ে যায়।
সহপাঠীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং শাওনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় এক অভিভাবক বলেন, “ছেলেরা গরমে সাঁতার কাটতে নামে। শাওনের মতো আরও অনেক ছেলেই এখানে আসে। কিন্তু নিরাপত্তার ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটল।”
এ ঘটনায় শাওনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :