AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে মিছিল-উল্লাস



আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে মিছিল-উল্লাস

শনিবার (১০ মে) রাতে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার’ খবরে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন বলে দাবি করেছে স্থানীয় সূত্র।

রাত সাড়ে ১১টার পর থেকে মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও বড়লেখায় বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে কিছু ছাত্রজনতা ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে সরকারবিরোধী নানা স্লোগান ও প্রতিবাদ ধ্বনি শোনা যায়।

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত এক আনন্দ মিছিলে জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম কামরুল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয়ক নীলয় রশিদ, ইসলামী ছাত্র মজলিসের মাহমুদুল হাসান নাঈম, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. সাদিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোজাহিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা দাবি করেন, “ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, এখন বিচার ও শাস্তি কার্যকর করতে হবে।” তারা আরও বলেন, অতীতের নানা অভিযোগে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে এবং দেশের রাজনীতিতে সহনশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

তবে এ বিষয়ে সরকারি কোনো ঘোষণা বা প্রজ্ঞাপন এখনো পাওয়া যায়নি, এবং স্থানীয় প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবিধান অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হলে আদালতের আদেশ ও সংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Shwapno
Link copied!