AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে ১৫ বছর পর আবারও শিল্প ও বাণিজ্য মেলা



চাঁপাইনবাবগঞ্জে ১৫ বছর পর আবারও শিল্প ও বাণিজ্য মেলা

দীর্ঘ ১৫ বছর পর চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। শনিবার (১০ মে) বিকেলে জেলার পুরাতন স্টেডিয়াম মাঠে মাসব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শুরু হওয়া এ মেলাকে ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উদ্যোক্তাদের দাবি, অতীত সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের অসহযোগিতার কারণে দেড় দশক ধরে মেলা আয়োজন সম্ভব হয়নি। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক সহায়তায় ফের চালু হলো বহুল প্রত্যাশিত এই আয়োজন।

মেলায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “এটি হবে একটি ইউনিক মেলা। দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের পণ্যের প্রসার ঘটবে। অশ্লীলতা, হাউজি বা জুয়ামুক্ত পরিবেশ নিশ্চিতে প্রশাসন কঠোর থাকবে।”

চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “চাঁপাইনবাবগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে বিনোদন ও বাণিজ্যিক আয়োজন থেকে বঞ্চিত। এবার আমরা সেই ঘাটতি পূরণে সচেষ্ট হয়েছি। মেলাকে সম্পূর্ণভাবে শিল্প ও বাণিজ্যকেন্দ্রিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

মেলায় আগত দর্শনার্থীরা জানান, দীর্ঘ বিরতির পর এমন আয়োজন আনন্দের। তবে অনেক স্টলের কাজ এখনও বাকি। পূর্ণাঙ্গ মেলা শুরু হলে মানুষের ভিড় আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের।

এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক স্টল বরাদ্দ পেয়েছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে ২০টির মতো রাইড। আয়োজকেরা আশা করছেন, মাসব্যাপী মেলাটি চাঁপাইনবাবগঞ্জের মানুষের অর্থনৈতিক ও সাংস্কৃতিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Shwapno
Link copied!