শেরপুরের ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানা পুলিশ।
এর আগে, একই দিন ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের এসব মদ উদ্ধার করা হয়। তবে, মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, শনিবার ভোরে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে চোরাই পথে আমদানি নিষিদ্ধ বিপুলপরিমাণ ভারতীয় মদ সন্ধ্যাকুড়া রাবার বাগান গভীর জঙ্গল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
এ সময় মাদক চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় ১৩৮৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ এ মদ উদ্ধার করে।
উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা বলে জানা গেছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :