যশোরের শার্শায় পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর অভিযান চালিয়ে মোট পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—শার্শার রাড়িপুকুর গ্রামের ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিমুল হোসেন (৩২), কৃষ্ণপুর গ্রামের হাবিবুল্লাহ (২১), টেংরা গ্রামের ইবাদুল হোসেন (৪৩), লাওতাড়া গ্রামের ঝর্ণা বেগম এবং কায়বা গ্রামের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আজমল হোসেন।
শার্শা থানা সূত্রে জানা গেছে, পলাতক আসামি শিমুল হোসেন এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে হাবিবুল্লাহ নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবাসহ আটক করেন এসআই আশরাফুল আলম।
একই রাতে জামতলা-বালুন্ডা সড়কের টেংরা মাদ্রাসা মোড়ে আরও এক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ইবাদুল হোসেনকে আটক করেন এসআই কামরুল ইসলাম ও এএসআই ফারুক হোসেন।
শুক্রবার সকালে কাশিপুর-ছুটিপুর সড়কে চালানো অপর অভিযানে লাওতাড়া গ্রামের ঝর্ণা বেগমকে মাদকসহ আটক করা হয়।
অপরদিকে, শুক্রবারের আরেক অভিযানে কায়বা গ্রামের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আজমল হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
একুশে সংবাদ/য.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :