ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে দুই গোষ্ঠীর চলমান দ্বন্দ্বের জেরে ফের রক্তপাতের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ মে) দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সালাম মেম্বার ও আলী আজগর পক্ষ। এতে ঘটনাস্থলেই আজগর আলীর গোষ্ঠীর সদস্য কৃষক আক্কেল আলী (৫৫) নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
নিহত আক্কেল আলী সোনাতলা গ্রামের পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, সালাম মেম্বার ও আলী আজগরের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পারিবারিক বিরোধ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে গত বছরের ৬ নভেম্বর আজগর আলীর গোষ্ঠীর সিদ্দিক মোল্লা খুন হন। পরে চলতি বছরের ২১ এপ্রিল সালাম মেম্বার পক্ষের জোহর আলী মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার হয়। এ দুটি ঘটনায় আদালতে হত্যা ও লুটপাটের পৃথক মামলা চলমান রয়েছে।
সর্বশেষ শুক্রবার দুপুরে আবারও উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে প্রাণ গেল আক্কেল আলীর।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক বলেন, "পূর্বের ঘটনার জের ধরেই আজকের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।"
এদিকে, তিনটি হত্যাকাণ্ডে উত্তপ্ত হয়ে ওঠা সোনাতলা গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে গ্রামবাসীর দাবি—স্থায়ী শান্তির জন্য প্রশাসনের শক্ত পদক্ষেপ জরুরি।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :