AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরফ্যাশন সরকারি কলেজে রেড ক্রিসেন্ট দিবস উদযাপন



চরফ্যাশন সরকারি কলেজে রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

ভোলার চরফ্যাশনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে উদযাপিত হয়েছে ১৬২তম বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টায় কলেজ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজের হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ স্বপ্ন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক আলাউদ্দিন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক প্রভাষক জাবেদ হোসেন, টিম লিডার গোলাম কিবরিয়া এবং টিম লিডার-১ জাহিদ হোসেন প্রমুখ।

বক্তারা রেড ক্রিসেন্ট আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, মানবতা, স্বেচ্ছাসেবা এবং দুর্যোগকালীন ত্রাণ ও সেবার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও যুব সমাজকে মানবিক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, প্রতিবছর ৮ মে রেডক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়।

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

Shwapno
Link copied!