AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তঃজেলা ডাকাত সদস্য মুন্না হাসান যশোরে আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৮:৪৬ পিএম, ৭ মে, ২০২৫

আন্তঃজেলা ডাকাত সদস্য মুন্না হাসান যশোরে আটক

ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মুন্না হাসান (৩৫) কে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। মঙ্গলবার (৬ মে) গভীর রাতে যশোর সদর উপজেলার মণ্ডলগাতি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি সূত্র জানান, গত ২৯ এপ্রিল রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও যাত্রী ছাউনির সামনে একটি ট্রাক থামিয়ে ডিবি পুলিশ পরিচয়ে একদল ডাকাত ট্রাকের চালক ও হেলপারকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে নেয়। তারা ট্রাকে মাদক রয়েছে দাবি করে থানায় নিয়ে যাওয়ার কথা বললেও, পরে চালক ও হেলপারকে নেশাযুক্ত জুস খাইয়ে অচেতন করে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীরা জ্ঞান ফিরে এসে শ্রীনগর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের বাসিন্দা মুন্না হাসানকে শনাক্ত করে।

ডিবির এসআই কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে, যার মধ্যে ৩টি ডাকাতি, ৫টি চাঁদাবাজি এবং ১টি মাদক মামলা অন্তর্ভুক্ত।

পুলিশ বলছে, তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/য.প্র/এ.জে

Shwapno
Link copied!