AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেশবপুরে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, আহত ২ নারী



কেশবপুরে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, আহত ২ নারী

যশোরের কেশবপুর পৌর শহরের মধ্যকুল গ্রামে যুবলীগ নেতা জামাল শেখের বসতবাড়ির ধানের গোলায় ককটেল বিস্ফোরণে দুই নারী আহত হয়েছেন। বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহানাজ বেগম (৪৫), স্ত্রী সামছুর রহমান এবং জামাল শেখের বোন রুমা বেগম। আহতদের মধ্যে শাহানাজ বেগম কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং রুমা বেগম স্থানীয়ভাবে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহিলা শ্রমিকরা ধান তুলতে গিয়ে একটি ব্যাগের মধ্যে সন্দেহজনক বস্তু দেখতে পান। ব্যাগটি বাইরে নেওয়ার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়, যার স্প্লিন্টারে শাহানাজ আহত হন।

বিস্ফোরণের শব্দে স্থানীয়রা ছুটে আসেন এবং জামালের বাবা গনি শেখ কিছু ককটেল পুকুরে ফেলে দিয়েছেন বলেও জানা গেছে।

ঘটনার খবর পেয়ে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আলামত সংগ্রহ করা হয়েছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, জামাল শেখের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজিসহ ৮টি মামলা রয়েছে।

 

একুশে সংবাদ/য.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!