AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে গণপিটুনিতে নিহত সাফায়েতের পরিবারের পাশে বিএনপি নেতা কাজী শিপন



মোরেলগঞ্জে গণপিটুনিতে নিহত সাফায়েতের পরিবারের পাশে বিএনপি নেতা কাজী শিপন

বাগেরহাটের মোরেলগঞ্জে গণপিটুনিতে নিহত সাফায়েত তালুকদারের (২৫) পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। বুধবার (৭ মে) দুপুরে তিনি নিহতের বাড়ি জিউধরা গ্রামে যান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সহমর্মিতা জানান।

সাফায়েত তালুকদার উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মৎস্য ঘের ব্যবসায়ী ছিলেন। অভিযোগ রয়েছে, এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করতে গিয়ে পুলিশ ও স্থানীয় জনতার অভিযানের সময় তাকে গণপিটুনির শিকার করে হত্যা করা হয়।

সন্তানের মৃত্যুতে শোকে পাথর মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বিএনপি নেতা কাজী শিপনের কাছে তার ছেলের হত্যার বিচার দাবি করেন।

কাজী শিপন বলেন, “বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না বিএনপি। সাফায়েতকে কেন এভাবে হত্যা করা হলো, তা তদন্ত হওয়া উচিত। যারা এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত, তাদের শাস্তির দাবি জানাচ্ছি সেনাবাহিনী প্রধান ও প্রধান উপদেষ্টার কাছে।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন জোমাদ্দার, রাসেল আল ইসলাম, নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বাবু) এবং স্থানীয় নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

Shwapno
Link copied!