AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে ৪ বাংলাদেশি আটক



জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে ৪ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটকরা কয়েকদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে তারা বাংলাদেশে ফেরার সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের টহলদল তাদের আটক করে টিমগাঁও বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।

আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩২), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম (৩১), একই এলাকার আনসারুল ইসলামের ছেলে শামীম (২৪) এবং এক অজ্ঞাত ব্যক্তি। চতুর্থ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, “আটককৃতরা আগে থেকেই ভারতে অবস্থান করছিলেন এবং সেখানেই শ্রমিক হিসেবে কাজ করতেন। আজ সকালে তারা কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে ফিরছিলেন, এমন সময় বিএসএফ তাদের আটক করে। আমরা ইতোমধ্যে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠিয়েছি এবং বিকেলে তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।”

তিনি আরও জানান, আটককৃতদের ফিরিয়ে আনার জন্য বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। পতাকা বৈঠকের পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

 

একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

Shwapno
Link copied!