নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনে-দুপুরে রোমহর্ষক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার ছোট সাদিপুর এলাকায় একটি প্রাইভেটকারে করে আসা দুর্বৃত্তরা অটোরিকশার গতিরোধ করে ৭ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী রোমা আক্তার জানান, মঙ্গলবার সকালে তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ইসলামী ব্যাংক থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে একটি অটোরিকশাযোগে ছোট সাদিপুর ব্র্যাক এনজিও কার্যালয়ের উদ্দেশে রওনা হন। পথে ব্র্যাক অফিসমুখী সড়কে পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটকার হঠাৎ করে তাদের রিকশার গতিরোধ করে। গাড়ি থেকে নামা দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাকে ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঢাকা মুখী সড়কে পালিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পার্শ্ববর্তী একটি কারখানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। তবে ফুটেজটি অস্পষ্ট হওয়ায় ছিনতাইকারীদের পরিচয় বা গাড়ির নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, ইসলামী ব্যাংকসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :