AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে রুপেশ্বর বিলে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ



মধ্যনগরে রুপেশ্বর বিলে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অন্তর্গত মধ্যনগর দিঘর রুপেশ্বর বিল নামের জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের ২ জন আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল দুইটার দিকে মধ্যনগর বাজারে ইজারাদারদের অফিস ঘরে এ ঘটনা ঘটে।

ঘটনা স্থলে গিয়ে জানা যায়, ইজারাদার পক্ষের অভিযোগ, মধ্যনগর গ্রামের কয়েকজন সঙ্গবদ্ধভাবে বিলের মধ্যখানে মাছ ধরতে যায়। পরে পাহারাদাররা জেলেদের মাছ ধরতে বাধা ও নিষেধ করে। এ সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। পরে মাছ শিকারিরা বিল থেকে চলে আসে এবং পরপরই সঙ্গবদ্ধ হয়ে কয়েকজন লোক ইজারারের অফিসে গিয়ে নিজাম উদ্দিন নামে একজন পাহারাদারকে মারধর করে রক্তাক্ত জখম করে। এছাড়া অফিস ঘর ভাঙচুর ও লুটপাটেরও অভিযোগ উঠেছে।

এ সময় অফিস ঘরে থাকা বিলের পিসারির দীর্ঘদিনের জমানো টাকা লুটপাট করে নেওয়ার অভিযোগ ইজারাদারপক্ষ জানিয়েছে। অন্যদিকে অভিযুক্তরা জানায়, তারা বাড়ির পাশেই খাওয়ার জন্য শখের বশে মাছ ধরতে যায়, পরে পাহারাদাররা তাদের মাছ ধরার জাল ছিনিয়ে নেয়। এছাড়া মারধরের অভিযোগও করেন মধ্যনগর গ্রামের জোবায়ের হোসেন।

ঘটনার পরপরই মধ্যনগর গ্রামের কয়েকজন জেলে ও স্থানীয় সাধারণ লোকজন বিলের সীমানা নির্ধারণ ও ইজারাদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে বিক্ষুব্ধরা ইজারাদারদের অফিসের পেছনে রাখা পাহারাদারের নৌকা থানায় জমা দেন।

মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখনো কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!